অতিশীর পাশে তৃণমূলের মহিলা সাংসদরা

নয়াদিল্লি : দিল্লির জল সমস্যার সমাধানের দাবিতে অনশনের জেরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হলো অতিশীকে। মঙ্গলবার ভোররাতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার আগে সোমবার সন্ধ্যায় তৃণমূলের মহিলা সাংসদরা দেখা করেন তাঁর সঙ্গে। আম আদমি পার্টি সূত্রে জানা গেছে, তৃণমূলের সাংসদরা

অতিশীর স্বাস্থ্যের খবর নেন তাঁর কাছে। এদিন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল দেখা করেন অতিশীর সঙ্গে। দিল্লির জলমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধি হিসাবে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও।

প্রথম লোকসভা অধিবেশনের প্রথম দিনই তৃণমূল সাংসদদের আম আদমি পার্টির নেত্রীর পাশে দাঁড়ানো খুবই তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। অতিশীর অনশন মঞ্চে তৃণমূলের মহিলা সাংসদদের উপস্থিত থাকাকে বিভিন্ন বিরোধী দলগুলির একে অপরের পাশে থাকার বার্তা বলেই মনে করছে রাজধানীর রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =