সিতাইয়ে জয়ী তৃণমূল, ব্যবধান ১ লাখ ৩০ হাজার

কোচবিহার : কোচবিহার জেলার সিতাই বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। ১২ রাউন্ড গণনা শেষে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৪৩২টি ভোট।

বিজেপির দীপককুমার রায় পেয়েছেন ৩৫২৭৬ ভোট। সিতাইয়ের উপনির্বাচনে ১ লাখ ৩০ হাজার ১৫৬ ভোটে জয়ী হলেন সঙ্গীতা।

সিতাইয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ। ওই আসনে গত ১৩ নভেম্বর উপনির্বাচন হয়। এই আসনে জিতলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। সঙ্গীতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন দীপক রায়, কংগ্রেসের হরিহর রায় সিংহ এবং বামফ্রন্টের অরুণকুমার বর্মা (ফরওয়ার্ড ব্লক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − two =