ভোটে ঘরে বসে থাকলে শাস্তির হুঁশিয়ারি তৃণমূলের রাজ্য নেতার

নিজস্ব প্রতিবেদন, আসানসোল: ভোটের সময় কাজ না করে ঘরে বসে থাকলে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন। রবিবার আসানসোলে রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল তৃণমূলের জেলা কর্মিসভা। এই সভায় বত্তৃ«তা দিতে গিয়ে তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন জেলার সমস্ত স্তরের নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, ‘যারা ভোটের সময় কাজ না করে ঘরে বসে থাকবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দলের অন্দরে কারও বিরুদ্ধে কোনও ক্ষোভ থাকলে ক্ষোভ ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জন্য ভোটে লড়তে হবে এবং প্রার্থীকে জয়ী করাতে হবে।’ মলয় ঘটক বলেন, ‘টিভির পর্দায় মুখ না দেখিয়ে মাঠে ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরতে হবে জনগণের মধ্যে।’ আর প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন, ‘বিজেপি বিরোধী দলকে দমিয়ে রাখতে কেন্দ্রীয় এজেন্সিকে মাঠে নামিয়েছে অথচ বর্তমানে বন্ড নিয়ে সব থেকে বড় দুর্নীতি করেছে বিজেপি, যা আজ দেশের সমস্ত মানুষ জেনে গিয়েছে।’
সিপিএম প্রার্থী জাহানারা খান অভিযোগ করেন, ‘এখনও পর্যন্ত আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারিনি। অপরদিকে নাম ঘোষণার পর এক দু’টি কর্মিসভা ছাড়া দীর্ঘদিন আসানসোলে দেখা মিলছে না তৃণমূল প্রার্থীর।’ যদিও তৃণমূল নেতৃত্ব জাহানার অভিযোগকে গুরুত্ব দিতে চাইছে না। তৃণমূলের দাবি, তারা নিজেদের কর্মসূচি নিজেদের মতো করবেন এতে বামফ্রন্টের মাথা ঘামানোর কোনও প্রয়োজন নেই।
প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক। এছাড়াও তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএর চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eight =