এসআইআর-এর প্রতিবাদে সংসদের বাইরে তৃণমূলের বিক্ষোভ

নয়াদিল্লি : এসআইআর নিয়ে শুক্রবার দিল্লিতে সংসদের বাইরে বিক্ষোভ করে পশ্চিমবঙ্গের শাসক দল। প্রতিবাদে সামিল ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এসআইআর নিয়ে উত্তাল জাতীয় থেকে রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিহারে ৬৫ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক। এরই মধ্যে আবার পশ্চিমবঙ্গে এসআইআর হতে পারে, এমন সম্ভাবনা প্রবল। সেই নিয়ে প্রতিবাদ-বিক্ষোভে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের সাংসদরা একজোট হয়ে এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। শুধু তাই নয়, এর আসল অর্থ কী, সেটাও বোঝান। তৃণমূলের দাবি – এটি আসলে ‘সাইলেন্ট ইনভিজিবল রিগিং’। এইভাবে বাংলা তথা বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।

তৃণমূলের অভিযোগ, বাংলা-বাঙালিকে অপমান করা করছে নির্বাচন কমিশন। একই সঙ্গে, বাংলা ভাষার অপমানের অভিযোগ তুলেও সংসদের বাইরে সরব হন তৃণমূল সাংসদরা। সামনের সারিতে দেখা যায়, মালা রায় থেকে শুরু করে, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কাকলি ঘোষ দস্তিদার, সুস্মিতা দেব সহ প্রমুখদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − three =