নয়াদিল্লি : উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় প্রকাশ্যে যুগলকে মারধরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা।
তৃণমূলকে একহাত নিয়ে শেহজাদ বলেছেন, তৃণমূল মানে তালিবানি মানসিকতা ও সংস্কৃতি। সোমবার শেহজাদ বলেছেন, “বাংলার রাস্তায় প্রকাশ্য দিবালোকে তালিবানি-শৈলীর নৃশংস ভিডিও দেখে সমগ্র দেশ হতবাক। যে ব্যক্তি এমনটা করেছে সে সেখানে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এই মর্মান্তিক ঘটনার নিন্দা করার পরিবর্তে তৃণমূল বিধায়ক বলছেন, মহিলাকে মারধর করা হয়েছে যেহেতু তাঁর আচরণ খারাপ। তিনি নির্যাতিতাকে লজ্জিত করেছেন।”
ইন্ডি জোটের উদ্দেশ্যে শেহজাদ বলেছেন, “দুর্ভাগ্যের বিষয় হল, যারা মণিপুর নিয়ে কথা বলে, তাঁরা এখন মহিলাদের সমস্যা নিয়ে চুপ।” রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা চতুর্বেদী, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষের মতো নেতা-নেত্রীদের চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন শেহজাদ। পুনেওয়ালা বলেছেন, “বোঝাই যাচ্ছে, মহিলাদের সমস্যাকে তাঁরা গুরুত্ব দেয় না। তাঁরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিকভাবে সুবিধাজনক এজেন্ডা নিয়ে চিন্তা করে।”