কলকাতা : সোমবার একুশের সভামঞ্চে পৌঁছতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সভাস্থলে পৌঁছেই শহিদ বেদীতে মাল্যদান করেন অভিষেক।
অভিষেক বলেন, এখনও লড়াই অনেক বাকি। তৃণমূলের মতো কর্মী বিজেপিতে নেই, একশো বছরেও তৈরি হবে না। তবে তৃণমূল জিতছেই, এ রকম ভেবে আত্মতুষ্টিতে ভুগবেন না। আমাদের সবাইকে লড়তে হবে। বাংলায় জিততে পারেনি বলে এত গাত্রদাহ বিজেপির। বিজেপি ৫০ পেরোবে না। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না। মানুষের উপর আস্থা রেখে ভবিষ্যতের কথা বলি।
দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করব। বাংলার মানুষের অপমান সহ্য করব না। আমরা একশোবার বাংলায় কথা বলব। আমরা যত বাংলায় কথা বলব, এঁদের গায়ে জ্বালা। ২১শে জুলাই বলে রাখছি, ২৬-এর পর ‘জয় বাংলা’ বলাব। গলায় জোর নিয়ে বলুন —দিল্লিতে যেন কম্পন অনুভূত হয়। জয় বাংলা! ২০২১-এ বলেছিলাম ‘খেলা হবে’। এ বার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। আমরা আত্মসমপর্ণ করব না। দরকার হলে সংসদে আমরা সবাই বাংলায় কথা বলব। আপনারা সবাই দেশের নাগরিক। দেশের নাগরিকের ছাড়পত্র প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন দেবে না। এই মাটি আমার, আপনার।

