তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের পরিবেশ ধ্বংস করতে চায় : শাহনওয়াজ হুসেন

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের পরিবেশ ধ্বংস করতে চায়।

মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল কংগ্রেসের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রসঙ্গে বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেন বলেন, “তৃণমূল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের পরিবেশ ধ্বংস করতে চায়। একদিকে তারা হুমায়ুন কবিরকে ক্ষমতাচ্যুত করছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নির্দেশেই সব ঘটছে। তৃণমূল কংগ্রেস মেরুকরণ চায় এবং রাজ্যে ভোটব্যাঙ্কের রাজনীতি করতে চায়। দেশে কোনও বাধা নেই, কিন্তু বাবরের নামে এটি করে তারা কাকে উস্কে দিতে চায়? একজন বিদেশী আক্রমণকারী বাবরের সঙ্গে তাদের সম্পর্ক কী? বাবর ইসলামকে অপমান করেছে এবং দেশের মুসলিম ও হিন্দুদের মধ্যে ভুল বোঝাবুঝি বপন করেছে, তাই সে কারও জন্য আদর্শ হতে পারে না।”

হায়দরাবাদে বাবরি মসজিদের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “তিনি (মুশতাক মালিক) হায়দরাবাদের একজন অজ্ঞাত ব্যক্তি এবং প্রচার চান। যদি তিনি বাবরের স্মৃতিস্তম্ভ তৈরি করতে চান, তাহলে তিনি নিজের বাড়িতেই তা করতে পারেন এবং নিজেই বস্তিতে থাকতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + thirteen =