হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের, ৩ দিনের মধ্যেই জবাব তলব

কলকাতা : তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। ৩ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। বুধবারই বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন তিনি। বিধানসভায় মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘরে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক বসে।

বিধায়ক হুমায়ুন জানিয়েছেন, তিনি বিধানসভায় এসেই শোকজের কথা জানতে পেরেছেন। হুমায়ুন বলেন, ‘‘শুনেছি আমাকে শোকজ করা হয়েছে। আমি হাতে কোনও চিঠি পাইনি।” উল্লেখ্য, দল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। তিনি বলেছিলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কয়েক জন ঘিরে রয়েছেন, যে ক’জন নিজেদের পরিকল্পনার মধ্যে রেখেছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভাল চান, পশ্চিমবঙ্গের শাসক হিসাবে তাঁকে দীর্ঘমেয়াদে দেখতে চান কি না, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।

যাঁরা ক্ষমতায় আছেন, যাঁরা দলটাকে গুলিয়ে দিতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের জায়গা ঠিক রাখতে চাইছেন, কানে মন্ত্রণা দিচ্ছেন, ২০২৬ সালে তাঁরা জবাব পাবেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানি। তৃণমূল যদি আগামী দিনে আমাকে টিকিট না দেয়, বেঁচে থাকলে অপকর্মের জবাব দেব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 1 =