সারনা ধর্মের দাবিতে ভোট বয়কটের হুমকি আদিবাসীদের

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: লোকসভা ভোটের মুখে সারনা ধর্মের দাবিতে ভোট বয়কটের হুমকি আদিবাসী সম্প্রদায়ের। এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়তে চলেছে রাজ্য রাজনৈতিক দলগুলো। সারনা ধর্মের দাবিতে বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হল শুক্রবার দুপুর তিনটে নাগাদ বর্ধমান জেলা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিন তা¥রা বর্ধমান রেল স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করে আসেন এবং কার্জন গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ আন্দোলন করেন। এদিনের ধরনা মঞ্চে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যে ফ্লেক্সটি ব্যবহার করেছেন, তাতে জ্বলজ্বল করে লেখা আছে, ‘সারনা ধর্মের কোর্ড দাও আদিবাসীদের ভোট নাও’। এদিন তাঁরা বলেন, ‘আদিবাসীরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান না। আদিবাসীরা ভগবান ধর্মেশ, সিংবোঙ্গা, হিল্লা মারাংবুরুর উপাসনা যাঁরা করেন, তাঁরাই সারনা ধর্মাবলম্বী।’
তাঁরা আরও বলেন, ‘আগামী বছরের জনগণনায় যাতে পৃথক সারনা ধর্ম উল্লেখ করার সুযোগ থাকে, সেটাই চাইছে এই আদিবাসী সমাজ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 5 =