নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: গত ২৬ তারিখ থেকে কাঁকসার দোমড়া এলাকায় কুনুর নদীর ওপর বেহাল ব্রিজের সংস্কারের কাজের জন্য সমস্ত রকমের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জেলা প্রশাসন এই বিষয়ে একটি বিজ্ঞপি জারি করে ২৬ তারিখ থেকে ৩০ তারিখ মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকার কথা জানালেও ৩০ তারিখের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ায় ফের জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যে, আরও দু’দিন ধরে ব্রিজের কাজ চলবে। সেই কারণে ওই ব্রিজের ওপর দিয়ে এখনই যান চলাচল শুরু হচ্ছে না।
ফলে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কুনুর নদীর ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল না করায় ফের দু’দিন সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলে মনে করা হচ্ছে। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দু’দিন পরেই পরিস্থিতি স্বাভাবিক হবে।