দার্জিলিংয়ে লাইনচ্যুত টয়ট্রেন, আতঙ্কে যাত্রীরা

বছরের শুরুতেই দার্জিলিঙে লাইনচ্যুত হল একটি টয় ট্রেন। সোমবার বিকালে ম্যারি ভিলার কাছে লাইনচ্যুত হয়ে যায় টয় ট্রেনটি। দুটি বগিতে অন্তত ৬০ জন পর্যটক ছিলেন। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। যে টয় ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে সেটি দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। ঘুম স্টেশন হয়ে সোনাদা ঘুরে আবার দার্জিলিং স্টেশনের দিকে যেতে গিয়েই বিপত্তি ঘটে। ঘুম স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে ম্যারি ভিলাতে লাইনচ্যুত হয় টয় ট্রেনটি। এখন প্রতি দিন ১২টি জয় রাইড চলছে দার্জিলিঙে। পর্যটকদের কথা মাথায় রেখে আরও চারটি জয় রাইড বাড়িয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘ঘুম এবং দার্জিলিং স্টেশনের মাঝে একটি জয় রাইডের স্টিম ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার সময় পর্যটকেরা ট্রেনে ছিলেন। তবে দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ওই পর্যটকদের পরে সড়কপথে দার্জিলিং পাঠানো হয়েছে। টয় ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =