কলকাতা: অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন হল তৃণমূল কংগ্রেসের নতুন ভবনের। বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনের ক্যানাল সাউথ রোডের এই অফিসটিই আজ থেকে তৃণমূলের অস্থায়ী কার্যালয়। পুরনো তৃণমূল ভবনের সংস্কারের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এখান থেকেই দলীয় সমস্ত কাজ হবে। তবে অস্থায়ী হলেও কার্যালয়ের উদ্বোধনে কোনও ত্রুটি রাখেনি তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার উদ্বোধনের দিন বিশেষ পুজো করেন তৃণমূল নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। ক্যানাল সাউথ রোডের এই অফিসটি এখন থেকে তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয়। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা অনুষ্ঠানে আসেন। তৃণমূল ভবনের বাইরেও ছিল কর্মী-সমর্থকদের ভিড়। বাইপাসের ধারে তপসিয়ায় গত ২০ বছর ধরে রয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর দপ্তর। ২০০২ সালের ২০ মে তৈরি হয়েছিল সেই তৃণমূল ভবন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দলের সাংগঠনিক বৈঠকে রাজ্য দপ্তর তা সংস্কারের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই তৃণমূল ভবন পুরোপুরি ভাবে ভেঙে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। এই ভবন তৈরিতে কিছুটা সময় লাগবে। ততদিন দলের কাজ চালানোর জন্য বিকল্প একটি জায়গা নির্বাচিত করা হয়। অস্থায়ীভাবে কাজ চালানোর জন্য কালীঘাট, চেতলা ও সায়েন্স সিটির কাছাকাছি মেট্রোপলিটন তল্লাটে একটি করে বাড়ি দেখা হয়েছিল। যার মধ্যে মেট্রোপলিটনের বাড়িটিই চূড়ান্ত করা হয়।