ব্যারাকপুর : ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যকে উদযাপন করে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের সম্মান জানিয়ে একটি বিশাল ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করা হয়।
যাত্রাটি অকল্যান্ড জুটমিল মাঠ থেকে শুরু হয়ে ভাটপাড়া পর্যন্ত গিয়েছিল।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাপস রায়, জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, কোস্তব বাগচী, ভোলা প্রসাদ সোনকর এবং পিযূষ কানোডিয়া।
এই যাত্রার মাধ্যমে সাধারণ মানুষ ভারতীয় সেনার বীরত্ব এবং দেশপ্রেমকে কুর্নিশ জানান।