আসানসোল : মঙ্গলবার আসানসোলের ডালমিয়া এলাকায় মাটি খুঁড়ে পাইপলাইন বসানোর কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মাটি ধসে চাপা পড়ে চার শ্রমিক গুরুতর আহত হন, যাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও এক শ্রমিকের চিকিৎসা চলছে।
তড়িঘড়ি আহত শ্রমিকদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁদের মধ্যে তিন জনকে মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন ঝাড়খণ্ডের পাকুড় জেলার বাসিন্দা রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (১৮) এবং নীতেশ পাশওয়ান (২৫)। এছাড়া শ্যামসুল শেখ নামে এক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।