হুগলি : কোন্নগরের কানাইপুরের তৃণমূল নেতা খুনে অবশেষে গ্রেফতার হলো তিন দুষ্কৃতী। তাদের মধ্যে রয়েছে কুখ্যাত দুষ্কৃতী বাঘার ভাই। তাদের বারাসত ও বেলঘরিয়া থেকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে বলে শনিবার পুলিশসূত্রে জানা গিয়েছে।
ঘটনায় আরও অনেকে যুক্ত আছে বলে অনুমান। তাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে কানাইপুর এলাকার এক ব্যবসায়ীকে।
৩০ জুলাই খুন হন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। গ্যাস অফিস থেকে বেরনোর পর দুষ্কৃতীর এলোপাথাড়ি কোপে হাত বাদ যায় তাঁর। পরে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়। বিশেষ টিম তৈরি করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। অবশেষে ধরা পড়ল অভিযুক্তরা।
সূত্রের খবর, কেউ খুনের সুপারি দিয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, আততায়ীরা বহিরাগত। খুনের আগে দুষ্কৃতীরা রেকি করেছিল বলে অনুমান।

