যাদবপুরকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ১৩। এর মধ্যে জামিন হয়েছে একজনের।এদিকে এরই মাঝে এবার রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারের নামে হুমকি চিঠি এল যাদবপুরে। তাতে ঘটনায় অন্যতম অভিযুক্ত সৌরভ চৌধুরীকে ফাঁসানো হয়েছে বলে দাবি করা হয়েছে।এই দুটি চিঠিতেই সৌরভের গায়ে আঁচড় লাগলে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া রয়েছে।সঙ্গে অকথ্য ভাষায় জয়েন্ট রেজিস্ট্রার, রেজিস্ট্রারকে উদ্দেশ্য করে গালিগালাজও দেওয়া হয় ওই চিঠিতে। চিঠির শেষে ‘অধ্যাপক রানা রায়’ নামে একটি সইও রয়েছে। ইতিমধ্যেই এ ঘটনায় যাদবপুর থানায় অভিযোগও করেছে যাদবপুর কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দুটি চিঠিই যাদবপুর থানার হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার একটিতে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে উদ্দেশ্য করে লেখা। চিঠির বয়ানে লেখা হয়েছে, ‘সৌরভ আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব। সৌরভ চৌধুরীর গায়ে যদি একটা আঁচড় পড়ে তার দায় তোমাকে নিতে হবে। তদন্তের নামে সৌরভের যেন কোনও ক্ষতি না হয়।’ আরও একটি চিঠিতে জয়েন্ট রেজিস্ট্রারকে উদ্দেশ্য করে লেখা, ‘পুলিশ সৌরভের নামে মিথ্যা ৩০২ ধারা প্রয়োগ করেছে। সৌরভের গায়ে আঁচড় পড়লে তোর লাইফ খতম করব। রিভলবারের গুলিতে তোকে ঝাঁঝরা করে দেব। ইতি প্রফেসর রানা রায়।’