“এইভাবে পশ্চিমবঙ্গে ভোট হয়”, কটাক্ষ সুকান্ত মজুমদারের

কলকাতা : “এই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার অবস্থা!” তথ্য-সহ নির্দিষ্ট অভিযোগের উল্লেখ করে এক্সবার্তায় লিখলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার।

তিনি শনিবার লিখেছেন, “যুব তৃণমূল নেতা সৌরভ সরদার ১১৬ বিধান নগর পার্ট ২৬৯ প্রান্তিক সমাজ সদন সিরিয়াল নাম্বার ৪১৯ এবং ১১৬ বিধান নগর পার্ট ২৭০ প্রান্তিক সমাজ সদন সিরিয়াল নাম্বার ৭৮১ এর ভোটার।

অন্যজন বিপ্লব পালিত, মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ। এই ব্যক্তি বেলেঘাটা পার্ট ৩০৬ মোহিনী বিদ্যালয়ে সিরিয়াল নম্বর ৩৮ এবং ১১৬ বিধান নগর পার্ট ২৬৯ প্রান্তিক সমাজ সদন সিরিয়াল নম্বর ২১৬ – র ভোটার।

অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই দুই ব্যক্তি পশ্চিমবঙ্গের দুটো কেন্দ্র থেকে ভোটার হয়ে রয়েছে। নির্বাচন এলে এরা তৃণমূলকে দুবার করে ভোট দেবে।

এছাড়াও জায়গায় জায়গায় বিভিন্ন ব্যক্তিকে দুটো করে ভোটার কার্ড দিয়েছে তৃণমূল যেমন আনসারুল্লা বাংলা জঙ্গি সংগঠনের সদস্যকে ফারাক্কা এবং মুর্শিদাবাদ – দুই বিধানসভা কেন্দ্র থেকে ভোটার বানিয়ে রেখেছে। এছাড়া অবৈধ বাংলাদেশ এবং রোহিঙ্গাদের ভোটার কার্ড দিয়েছে তৃণমূল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =