দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লিতে ‘মেগা র্যালি’র ডাক দিল বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির পর এই প্রথম বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ কর্মসূচির কথা জানাল। রবিবার সাংবাদিক বৈঠক করে জোটের তরফে জানানো হয়, আগামী ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দান থেকে একটি ‘মেগা র্যালি’র আয়োজন করা হয়েছে। সাংবাদিক বৈঠকে দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেন, ‘কেজরিওয়ালকে যে ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। রাজনীতিবিদদের ভয় দেখানোর এবং বিরোধীদের নির্মূল করার জন্য প্রধানমন্ত্রী দেশের তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছেন। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন হোক বা বিহারের তেজস্বী যাদব, সকলের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হচ্ছে।’
প্রসঙ্গত, কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকেই দিল্লির রাস্তায় বিক্ষোভ, প্রতিবাদ মিছিল করছেন আপ নেতা-কর্মীরা। রবিবারও একাধিক কর্মসূচি রয়েছে। এ ছাড়াও ২৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ‘ঘেরাও কর্মসূচি’ নিয়েছে আপ। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শনী করছেন তাঁরা। আপের অভিযোগ, তাদের প্রতিবাদ আটকাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিকে একটি দুর্গে পরিণত করেছেন। দিল্লির মন্ত্রী গোপালের কথায়, ‘অরবিন্দ কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে। আপের সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে। এখন দেশে নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তাই বিজেপি আমাদের বিভিন্ন ভাবে আচকানোর চেষ্টা করছে।’
পাশাপাশি কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা নিয়েও সরব হয়েছেন তিনি। আপের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দর সিংহ লাভলি বিজেপিকে নিশানা করে বলেন, ‘এটা কেমন গণতন্ত্র? আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছেন, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন। আমাদের নেতা রাহুল গান্ধী গণতন্ত্র বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। কংগ্রেস লড়াই থেকে পিছপা হবেন না।’