উত্তরে কোনও স্বচ্ছতা ছিল না, কমিশনকে নিশানা অভিষেকের

নয়াদিল্লি : জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ১০টি বিষয়ে কথা হয়েছে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগের বার ২৮ নভেম্বর, আমাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একটাও জবাবের উত্তর সঠিকভাবে দেওয়া হয়নি। এবারও আমরা ১০-১১ টা পয়েন্ট নিয়ে এসেছিলাম জানতে।

কিন্তু ২টো ৩টে প্রশ্নের উত্তর বাদ দিয়ে কোনও বিষয়েই উত্তরে কোনও স্বচ্ছতা ছিল না। আমি ওদের এসআইআর-এর বিষয়ে জিজ্ঞাসা করি তো, ওরা উত্তর দেয় নাগরিকত্ব নিয়ে। তিনি জানান, বয়স্ক ও প্রবীণ ও অসুস্থদের ভোটার তালিকায় নাম তোলানোর নামে ডেকে বসিয়ে রাখা হচ্ছে। এর বিরুদ্ধে কমিশনে সরব হয়েছেন তাঁরা। কিন্তু কমিশন ওই নাগরিকদের এসআইআর শুনানি বাড়িতে করার বিষয়ে কোনও প্রতিশ্রুতি দেয়নি।

উল্লেখ্য, বুধবার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক যে ফলপ্রসূ হয়নি, তাঁরা যে একাধিক প্রশ্নের সঠিক কোনও উত্তর পান নি, তা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =