বাংলায় ইন্ডি-জোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জাতীয় রাজনীতিতে ভোটের পর ভাববো : মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার বর্ধমানের প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে ‘ইন্ডি’ জোট নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’ বাংলায় লোকসভা ভোটে ইন্ডি জোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরা আমার রাজ্যে মিছিল করছে, আমাকে একবারও সৌজন্যতা দেখিয়েও জানায় নি। জাতীয় ক্ষেত্রে নির্বাচনের পর ভাববো। আমার ধর্মনিরপেক্ষ দল, বিজেপিকে আটকাতে যা করার আমরা করবো। দেশজুড়ে ৩০০ আসনে বড় দল প্রার্থী দিক, বাকি আসন আঞ্চলিক দলগুলোকে ছেড়ে দিক। আমরা প্রস্তাব দিয়েছিলাম, যদি না মানে তাহলে আমরা অন্যরকম বুঝবো।’ এছাড়াও তিনি কাজল ও শেখ শাহজাহান প্রসঙ্গে বলেন, ‘ কাজল জেলা পরিষদের সভাধিপতি ও ওকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে, এটা নিয়ে সংবাদ মাধ্যম অহেতুক ভ্রান্তি ছড়াচ্ছে। আর কালকে আমার বাড়িতেও ইডির হানা হবে।’

এছাড়াও তৃণমূল সুপ্রিমো জানান ইন্ডি জোট কারোর সম্পত্তি নয়। সেখানে আঞ্চলিক দলগুলোকেও মর্যাদা দিতে হবে। বুধবার তৃণমূল সুপ্রিমো স্পষ্ট করে দিলেন পশ্চিমবাংলায় বাম-কংগ্রেসের সঙ্গে কোনও জোটে নেই তৃণমূল কংগ্রেস। এছাড়াও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, পশ্চিমবাংলায় জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এমনকি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে যাবে তাতেও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে। এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =