রবিবার সকালে বাড়ির অদূরে উদ্ধার হল নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি কাজোড়ার মাধবপুর কলিয়ারী এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ৬ জুলাই বেলা তিনটে নাগাদ বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সৌরভ বাউরি (৭)। সারারাত খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় তার পরদিন অন্ডাল থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের লোকেরা। শিশুটিকে খুঁজতে পুলিশ গড়িমসি করার অভিযোগে শুক্রবার নিখোঁজ শিশুর পরিবার ও আত্মীয় স্বজনরা অন্ডাল থানায় তুমুল বিক্ষোভ দেখায়। নিখোঁজ হওয়ার পাঁচ দিনের মাথায় বাড়ি থেকে আনুমানিক ৬০ থেকে ৭০ মিটার দূরে একটি জঙ্গলে থেকে নিখোঁজ সৌরভের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। স্থানীয়রা দেহটি দেখে অন্ডাল থানায় খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করতে এলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় এসিপি অন্ডাল ও ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা। স্থানীয়রা পুলিশকে দেহ নিয়ে যেতে বাধা দেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনাস্থলে আনা হয় পুলিশ কুকুর। পুলিশ কুকুর দিয়ে গোটা এলাকা তল্লাশি শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। স্থানীয় পঞ্চায়েত সদস্য মলয় চক্রবর্তী এরকম নৃশংস হত্যার অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সামনে আসবে।