তিন মাসের বিল বকেয়া থাকায় আইসিডিএস সেন্টারে খাবার বন্ধ করে দিলেন কর্মীরা

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আইসিডিএস সেন্টারে খাবার বন্ধ করে দিলেন আই সি ডি এস কর্মীরা। তিন মাস ধরে সবজি ও ডিমের টাকা না পাওয়ার কারনে শুক্রবার সকাল থেকেই বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের সমস্ত আই সি ডি এস কেন্দ্রে খাবার বন্ধ করে দিলেন কর্মীরা। এর ফলে আই সি ডি এস সেন্টারের খাবার থেকে বঞ্চিত হল শিশুরা।
তিন মাস ধরে মেলেনি সবজি, ডিম ও জ্বালানীর দাম। আই সি ডি এস কর্মীরা বকেয়া বিলের দাবি নিয়ে বার বার দ্বারস্থ হয়েছেন ওন্দা ব্লক সি ডি পি ও এর কাছে। তাতেও মিলেনি বকেয়া বিলের টাকা। বকেয়া টাকা না পাওয়াতে সেন্টার চালাতে বড় সমস্যায় পড়েছেন কর্মীরা। বাজারে দেনা না মেটানো পর্য্যন্ত নতুন করে বাজার থেকেও ধারে মিলছে না সবজি ও ডিম তাই স্বাভাবিক ভাবেই সেন্টারে খাবার বন্ধ করতে বাধ্য হলেন আই সি ডি এস কর্মীরা এমনই দাবি তাদের। আই সি ডি এস কর্মীদের দাবি বাজার থেকে সবজি, ডিম ও জ্বালানী টাকা পাওয়া যায় সংশ্লিষ্ট দফতর থেকে। মাসে মাসে সেই টাকাও দেওয়া হয় ওই দফতর থেকে। কিন্তু গত তিন মাস ধরে বাজার থেকে সেই সব জিনিস পত্র কেনা হয়েছে আর সরকারী ভাবেও টাকা দেওয়া হয়নি। তিন মাস ধরে বকেয়া টাকা না পাওয়াতে বাজার থেকে ধার দেওয়া বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। এর ফলে সেন্টার চালাতে বড় বিপাকে পড়েছেন কর্মীরা। এই সমস্যার কারনে ওন্দা ব্লকের ৩৬০ টি আই সি ডি এস কেন্দ্রে শিশুদের খাবার দেওয়া বন্ধ করে দিলেন আই সি ডি এস কর্মীরা। শুক্রবার সকাল থেকে ওন্দা ব্লকের সমস্ত আই সি ডি এস সেন্টারে খাবার রান্না করলেন না কর্মীরা। কর্মীদের দাবি বকেয়া টাকা মিলে গেলেই আবার চালু হবে রান্না। এদিকে শুক্রবার সকাল থেকে আই সি ডি এস সেন্টারে এসে খাবার খেতে পেল না শিশুরা তাই ক্ষোভ জন্মেছে অভিভাবকদের মধ্যেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + thirteen =