শীর্ষ আদালতে মান্যতা পেল পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ, কেন্দ্রের আপত্তি প্রত্যাখ্যান

নয়াদিল্লি : কেন্দ্র যে সিবিআই-এর অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বুধবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিয়েছে।

সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত।

রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত করতে পারে কিনা তা নিয়ে বুধবার রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, পশ্চিমবঙ্গের আবেদনটি আইন অনুযায়ী সুপ্রিম কোর্টে চলবে। কেন্দ্রীয় সরকারের প্রাথমিক আপত্তি প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, রাজ্যের অনুমতি ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের নামে পক্ষপাতিত্ব করছে বলেই রাজ্যের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 12 =