কলকাতা : মুর্শিদাবাদের বেলডাঙার হিংসা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এমনটাই দাবি করলো রাজ্য বিজেপি। একাধিক তথ্য তুলে ধরা হয়েছে বিজেপির পক্ষ থেকে। শনিবার এক্স মাধ্যমে বিজেপি জানিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রতিক হিংসা মোটেও স্বতঃস্ফূর্ত ছিল না। আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে উদাসীনতার প্রশ্নও তুলেছে বিজেপি।
উল্লেখ্য, সম্প্রতি প্রায় সাত ঘন্টা ধরে বেলডাঙায় অবাধ জনতার হিংসা দেখা গিয়েছে। জাতীয় সড়ক-১২ অবরোধ করা হয়েছিল। ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছিল। জনজীবন অচল হয়ে পড়েছিল।
বিজেপির দাবি, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের অস্বাভাবিক মৃত্যুর পর যে অস্থিরতা দেখা দিয়েছিল, তা আসলে মিথ্যা বর্ণনার দ্বারা পরিচালিত হয়েছিল, যা এখন চূড়ান্তভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্টের কথাও তুলে ধরেছে বিজেপি। একটি ভিডিও রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে আপলোড করা হয়েছে, তাতে মুর্শিদাবাদের মুসলমানরা নিজেরাই স্পষ্টভাবে বলেছেন, পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন আত্মহত্যা করেছেন।

