জিনপিংকে ‘স্বৈরাচারি’ বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট

0
24
Advertisement

দীর্ঘ চার ঘণ্টা ধরে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চিনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং। আলোচনায় উঠে এল ইউক্রেন ও মধ্যপ্রাচ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই মেগা বৈঠক যে সেভাবে ফলপ্রসূ হয়নি তা স্পষ্ট।

Advertisement

জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পরই ফের তাঁকে ‘স্বৈরাচারি’ বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট। সান ফ্রান্সিস্কোর দক্ষিণে প্রায় ৩০ মাইল দূরে ফিলোলি এস্টেটের একটি বাগানবাড়িতে বৈঠকে বসেন বাইডেন।

বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয় তিনি কি এখনও জিনপিংকে ‘একনায়ক’ বলেই মনে করেন? এর উত্তরে বাইডেন স্পষ্ট বলেন, ওনাকে দেখে তাই মনে হয়। জিনপিং একজন একনায়ক, কারণ তিনি চিনের মতো একটি কমিউনিস্ট দেশ শাসন করছেন। তিনি আরও বলেন, চিনের সরকার আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। এদিনের বৈঠকে আমেরিকাকে খোঁচা দিতে পিছপা হননি চিনের প্রেসিডেন্টও।

কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ফের গড়ে উঠবে অখণ্ড চিন। শান্তি বজায় রাখতেই হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 19 =