নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আন্দোলন করতে গিয়ে কাঁকসার মলানদিঘির বাসিন্দা তথা তৃণমূল নেতা তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের প্রতিশ্রুতিমতো টাকা পেতেই, তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
যার বিশাল অট্টালিকা। বাড়ির সঙ্গেই একটি দোকান রয়েছে। যাঁর স্ত্রী বর্তমানে কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য, এক ভাই দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত আর এক ভাই রাজ্য পুলিশে চাকরি করেন, যার প্রচুর জমিজমা রয়েছে সেই তৃণমূল নেতা কী করে দরিদ্র ১০০ দিনের কাজের শ্রমিক হলেন, সেই নিয়েই প্রশ্ন তুলেছেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।
অন্যদিকে বিজেপির দাবি কয়লা পাচার ও গোরু পাচারের টাকা অনুদানের মাধ্যমে নগদ হিসেবে পাঠাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায় বড়লোক ১০০ দিনের শ্রমিকদের হাতে। এই ভাবেই অভিষেক বন্দোপাধ্যায় কালো টাকা সাদা করছেন। এদিকে ১০০ দিনের কাজের নিয়মে গরিব, বড়লোক বলে কোনও নিয়ম নেই। যে কেউ ১০০ দিনের কাজ করতে পাবেনû বলে সাফাই কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্যের।