কলকাতা : তৃণমূল সরকার পুলিশের মর্যাদা নষ্ট করেছে, অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গতকাল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রবিবার বলেছেন, “সরকার পুলিশের মর্যাদা নষ্ট করেছে, তাদের দুর্নীতিতে জড়িয়ে তাদের দলীয় সেবায় ব্যবহার করেছে। এই কারণেই এই পুলিশ এত বড় পরিসরে একটি অনুষ্ঠান পরিচালনা করতে জানত না। এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক ক্ষোভ, বিশেষ করে তরুণদের মধ্যে। আজ বিজেপি যুব মোর্চা প্রতিবাদ করছে, আমাদের, বিজেপির তিনটি দাবি। আমাদের প্রথম দাবি হল, এই ঘটনার জন্য দায়ী মন্ত্রীদের, ক্রীড়ামন্ত্রী এবং দমকলমন্ত্রীকে বরখাস্ত করা হোক এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক।
আমাদের দ্বিতীয় দাবি হল, সরকার অবিলম্বে ৮,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত টিকিট কিনেছেন এমন সকলের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে যে তদন্তকারী দল গঠন করেছেন, তাতে কোনও সঠিক সিদ্ধান্ত আসবে না। অতএব, আমাদের তৃতীয় দাবি হল, সরকার হাইকোর্টের প্রধান বিচারপতির অধীনে একটি কমিটি গঠন করুক, যাতে কোনও পুলিশ না থাকে।”

