পুলিশের গাড়ির সাইরেনের ভুয়ো আওয়াজে পালাল চোর!

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: চুরি করতে এসে পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ শুনে ভয়ে পালাল চোর! যদিও পুলিশের গাড়ির সেই সাইরেন বাজানো হয়েছিল মোবাইলে। বাড়ির সকলের উপস্থিত বুদ্ধির জেরে বড়সড় চুরির হাত থেকে রেহাই পেলেন পানগড় বাজারের এক পরিবার। এমনটাই দাবি পরিবারের।
জানা গিয়েছে, পানাগড় বাজারের গুরুদুয়ারের পিছনেই দোতলা বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা সিপিএম নেতা ওমপ্রকাশ আগরওয়াল। তাঁর দাবি, শনিবার রাত ২টো নাগাদ একদল চোর তাঁর বাড়ির সদর দরজা ভেঙে চুরি করতে ঢোকে। আওয়াজ শুনে বাড়ির সিসিটিভিতে নজর দিতেই তাঁরা দেখতে পান বাড়ির ভিতর চোর ঢুকেছে। চোরের দল সিঁড়ি বেয়ে ওপরে উঠে রুমের দরজা খোলার চেষ্টা করতেই ওই বাড়ির ছেলে সত্যপ্রকাশ আগরওয়াল মোবাইলে জোরে পুলিশের সাইরেন বাজাতে শুরু করেন আর রুমের দরজা ধরে চিৎকার করতে থাকেন যে পুলিশ এসে গিয়েছে। তা শুনেই পালিয়ে যায় চোরের দল।
রাতভর গোটা পরিবার আতঙ্কের মধ্যেই কাটায়। পরে সকাল হতেই এক এক করে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারলে বাড়ির সামনে ভিড় জমতে থাকেন। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে। বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে চোরের দলকে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বাড়ি থেকে কোনও কিছু চুরি না হলেও গোটা ঘটনায় আগরওয়াল পরিবার সহ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =