রেশন সামগ্রীতে বড়সড় দুর্নীতি, অনিয়মের অভিযোগে বসিরহাটের রেশন ডিলার বরখাস্ত

বসিরহাট : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের শায়েস্তা নগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া অঞ্চলের রেশন ডিলার গোবিন্দ চন্দ্র চক্রবর্তীর বিরুদ্ধে গত সাত মাসে প্রায় ১৪০০ গ্রাহককে রেশন থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, সরকারি সিডিউল অনুসরণ না করে নির্ধারিত চাল, আটা, চিনি এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিভিন্ন মাসে ঠিকমতো সরবরাহ করেননি তিনি।

উপভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে তেঘরিয়া মোড়ে রেশন ডিলারের বাড়ির সামনে সোমবার স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ ও অবরোধ করেন। এর পরেই নড়েচড়ে বসে খাদ্য দফতর। বসিরহাট মহকুমার খাদ্য ও সরবরাহ দফতরের ফুড ইন্সপেক্টর উৎপল মিত্র বিষয়টি তদন্ত করেন এবং প্রমাণিত হয় যে গোবিন্দ চন্দ্র চক্রবর্তী গত সাত মাস ধরে অনিয়মিত রেশন দিচ্ছিলেন, ফলে বহু মানুষ রেশনের খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছিলেন।

তদন্তের পর গোবিন্দ চন্দ্র চক্রবর্তীর রেশন ডিলারশিপ স্থগিত করা হয় এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সাত দিনের মধ্যে সঠিক তথ্য না দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খাদ্য দফতর। পাঁচটি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার মানুষ তার ওপর নির্ভরশীল ছিলেন, যারা এ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। বর্তমানে, গ্রামবাসীদের দাবি মেনে অন্য রেশন ডিলারকে এনে তাদের মাঝে রেশন সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − nine =