নিজস্ব প্রতিবেদন, বুদবুদ: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠল বুদবুদ থানার অন্তর্গত চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের রণডিহা এলাকায়। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ তুলে শুক্রবার দুপুরে রণডিহার বাসিন্দারা কাজ আটকে বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা ঠিকাদারের কাছে কাজের ওয়ার্ক অর্ডার দেখতে চাইলে ঠিকাদার ওয়ার্ক অর্ডার দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপরই কাজ আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, দামোদর নদের পাড়ে অবস্থিত রণডিহা ড্যাম্প একটি দীর্ঘদিনের পর্যটন কেন্দ্র। সেই পর্যটন কেন্দ্রে যাওয়ার রাস্তা দীর্ঘদিন পরে নির্মাণের কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় ওই রাস্তা নির্মাণের কাজে শাসকদলের নেতারা জড়িত আছেন এবং কাটমানির জেরেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছেন বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা।
যদিও অভিযোগ অস্বীকার করে গলসি ১ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জনার্ধন চট্টোপাধ্যায়ের অভিযোগ, গ্রামবাসীদের চাদর গায়ে বিজেপির নেতা কর্মীরা গিয়ে কাজ আটকেছেন বলে তিনি খবর পেয়েছেন। গ্রামবাসীদের যদি অভিযোগ থাকত, তা হলে বৃহস্পতিবার তিনি ওই এলাকাতেই সারা দিন ছিলেন, কিন্তু কেউ এই বিষয়ে তাঁকে কোনও অভিযোগ জানাননি। কারও যদি এই বিষয়ে কোনও অভিযোগ থাকে তবে তাঁরা বিডিওকে লিখিত অভিযোগ জানালে বিডিও ব্যবস্থা নেবেন। তিনি খোঁজ নিয়ে দেখেছেন প্রশাসনের কাছেও এই বিষয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।