রামপুরহাট-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সরব প্রধানমন্ত্রী

রামপুরহাট কাণ্ডের প্রায় ৩৬ ঘণ্টা বাদে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই ‘জঘন্য ঘটনা’য় দুঃখপ্রকাশ করেও আপাতত রাজ্য সরকারর উপরই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী। তাঁর আশা, রাজ্য সরকার দোষীদের উপযুক্ত শাস্তি দেবে। সেই কাজে কেন্দ্রও রাজ্যকে সবরকম সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন মোদি।

এদিন শহিদ দিবস উপলক্ষে দিল্লি থেকে ভার্চুয়ালি ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি গ্যালারির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের সূচনালগ্নে মোদি বলেন, ‘বীরভূমে হওয়া হিংসার ঘটনায় আমি দুঃখপ্রকাশ করতে চাই, সমবেদনা জানাতে চাই। আশা করব, রাজ্য সরকার বাংলার পবিত্র ভূমিতে এই জঘন্য ঘটনায় জড়িত দোষীদের শাস্তি দেবে। আমি বাংলার মানুষকেও অনুরোধ করব, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কখনও ক্ষমা করবেন না।’ এরপরই প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ‘অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য রাজ্য সরকার যা যা সাহায্য চাইবে, কেন্দ্রের তরফে তা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =