সারা দেশে ২ টাকা দাম কমল পেট্রোল-ডিজেলের

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দেশে পেট্রোল-ডিজেলের দাম কমাল কেন্দ্রীয় সরকার। সারা দেশে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুক্রবার সকাল ৬ টা থেকে এই নতুন দাম বলবৎ হবে বলে খবর। এর আগে এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমিয়েছিল কেন্দ্র। এবার জ্বালানির দাম ২ টাকা করে সস্তা করার কথা ঘোষণা করা হল।

বর্তমানে বৃহস্পতিবারও কলকাতায় পেট্রোল বিক্রি হয়েছে প্রতি লিটার ১০৬.০৩ টাকা দরে। ৭ সাত মাসে পেট্রোলের দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।  টুইটও করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।

 

তিনি লিখছেন, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিজি আবারও প্রমাণ করেছেন ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণই তাঁর সবসময়ের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =