লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দেশে পেট্রোল-ডিজেলের দাম কমাল কেন্দ্রীয় সরকার। সারা দেশে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুক্রবার সকাল ৬ টা থেকে এই নতুন দাম বলবৎ হবে বলে খবর। এর আগে এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমিয়েছিল কেন্দ্র। এবার জ্বালানির দাম ২ টাকা করে সস্তা করার কথা ঘোষণা করা হল।
বর্তমানে বৃহস্পতিবারও কলকাতায় পেট্রোল বিক্রি হয়েছে প্রতি লিটার ১০৬.০৩ টাকা দরে। ৭ সাত মাসে পেট্রোলের দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। টুইটও করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
पेट्रोल और डीज़ल के दाम ₹2 रुपये कम करके देश के यशस्वी प्रधानमंत्री श्री @narendramodi जी ने एक बार फिर साबित कर दिया कि करोड़ों भारतीयों के अपने परिवार का हित और सुविधा सदैव उनका लक्ष्य है।
वसुधा का नेता कौन हुआ?
भूखण्ड-विजेता कौन हुआ?
अतुलित यश क्रेता कौन हुआ?
नव-धर्म… https://t.co/WFqoTFnntd pic.twitter.com/vOh9QcY26C— Hardeep Singh Puri (मोदी का परिवार) (@HardeepSPuri) March 14, 2024
তিনি লিখছেন, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিজি আবারও প্রমাণ করেছেন ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণই তাঁর সবসময়ের লক্ষ্য।