পুলিশ শাহজাহানের ফোন গায়েব করেছে, অভিযোগ শুভেন্দুর

তাদের হেপাজতে থাকাকালীন পুলিশ শেখ শাহজাহানের একটি মুঠোফোন গায়েব করেছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শনিবার শুভেন্দুবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “শেখ শাহজাহান যখন মমতা পুলিশের ‘আশ্রয়ে’ ছিলেন, তাঁর ‘তথাকথিত গ্রেপ্তার’ হওয়ার আগে ‘আমিনুল’ নামে একজন মমতা পুলিশ অফিসার তাঁর আই ফোন থ্রি বাজেয়াপ্ত করে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

আমার নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত নয় যে মোবাইল ফোনটি এখন তাদের হেপাজতে আছে, নাকি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। আমি সিবিআই সদর দপ্তরকে অনুরোধ করব দয়া করে এটি দেখার জন্য। উল্লিখিত মোবাইল ফোনে ব্যবহৃত নম্বরটি হল 91 97338 04506। শেখ শাহজাহান তোলামুল পার্টির শীর্ষস্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতে এই ফোনটি ব্যবহার করতেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seven =