বেড়েছে গাজার আমজনতার দুর্দশা, ভারত-সহ একাধিক দেশ ত্রাণের ব্যবস্থা করছে

হামাসের বিরুদ্ধে ইজরায়েলি সেনার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই বেড়েছে গাজার আমজনতার দুর্দশা। ত্রাণের ভরসাতেই তাঁদের দিন কাটছে। ভারত-সহ একাধিক দেশ গাজার জন্য ত্রাণের ব্যবস্থা করেছে। তবে বারবারই অভিযোগ উঠেছে যে পর্যাপ্ত ত্রাণ পাঠানো যাচ্ছে না গাজাতে।

এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার ভয়ানক ঘটনা ঘটে পশ্চিম গাজার নাবুলসি এলাকায়। ট্রাক থেকে ত্রাণ নিতে আসা প্যালেস্তিনীয়দের উপর গুলি চালায় ইজরায়েলি ফৌজ। মৃত্যু হয় ১০৪ জনের।

তার পরেই আকাশপথে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত বাইডেনের।হোয়াইট হাউসের তরফে পরে জানানো হয়, গাজায় আপাতত রেডি টু ইট খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আকাশপথে ধারাবাহিকভাবে ত্রাণ পাঠানো হবে। আগামী দিনে জলপথে বিশাল পরিমাণ ত্রাণ পাঠানোর পরিকল্পনা চলছে। কিন্তু কবে থেকে আকাশপথে ত্রাণ পাঠানো শুরু হবে সেই নিয়ে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =