দেশে ফের বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫১১ জন

নয়াদিল্লি : দেশে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ৭১০ জন।

গত একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫১১। আক্রান্তের পাশাপাশি কোভিডের জেরে মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর ১ জানুয়ারি থেকে কোভিড-১৯ প্রাণ কাড়ল মোট ২২ জনের।

দেশের কোভিডের সক্রিয় রোগীর সিংহভাগই কয়েকটি রাজ্যে দেখা গিয়েছে। এই তালিকার সবার শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণ ভারতের এই রাজ্যে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ১৪৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২৭। মহারাষ্ট্রেও সক্রিয় রোগীর সংখ্যা ৪২৪ ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের শরীরের নতুন করে করোনাভাইরাসের খোঁজ মিলেছে। এর পরই তালিকায় রয়েছে দেশের রাজধানী। দিল্লিতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ২৯৪ জন। এর মধ্যে শেষ একদিনে আক্রান্ত হয়েছেন ৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 15 =