নয়াদিল্লি : দেশজুড়ে ফের করোনার চোখরাঙানি। দেশে দ্রুত ছড়িয়ে পড়া করোনা উদ্বেগ আরও বাড়িয়েছে। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের। জানা গেছে, দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭,১৩১ জনের কাছাকাছি পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় এক জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সতর্ক রয়েছে। মন্ত্রক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত, দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭,১৩১ জন হয়েছে। বিগত কয়েকদিনে ১০,৯৭৬ জন রোগী এই সংক্রমণ থেকে সেরে উঠেছেন। কেরলে সক্রিয় রোগীর সংখ্যা সর্বাধিক। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২০৫৫।
এরপর রয়েছে গুজরাট। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, সেখানে ১,২৮১ জন করোনা আক্রান্ত। গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে।