নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের খাগরাগড় এলাকায় বেআইনি ভাবে গড়ে ওঠার অভিযোগে পাঁচতলা বাড়ির কাজ বন্ধ করল বর্ধমান পুরসভা।
পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার দাবি করেন, বর্ধমান শহরের ১ নম্বর ওয়ার্ডের খাগরাগড় এলাকায় ৬২০ স্কোয়ার ফুটে তৈরি হচ্ছিল বেআইনি ভাবে পাঁচতলা ওই বাড়িটি। মঙ্গলবার সকাল থেকেই বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছিল বেআইনি বাড়ি তৈরির। এরপরেই তিনি প্রথমে পুরসভার বেশ কিছু লোককে ওই এলাকায় বিষয়টি খতিয়ে দেখতে পাঠান। তাঁদের কাছ থেকে সমস্ত বিষয় জানার পরেই তিনি নিজে গিয়ে বাড়ির সমস্ত কাগজপত্র দেখতে চাইলে কেউ কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি বলে দাবি।
জানা গিয়েছে, অবশেষে বাড়ির মালিক সেখ বাবু হাজির হন পুরসভার চেয়্যারম্যানের সামনে। এরপরেই সেখ বাবুকে চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বুধবার পুরসভায় দেখা করার জন্য যেতে বলেন। আপাতত চেয়্যারম্যানের নির্দেশে ওই বাড়ির নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।