জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জারি, অব্যাহত অবস্থান বিক্ষোভ কর্মসূচি

কলকাতা : আর জি কর-কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের একটানা আন্দোলন বুধবার ৩৯ দিনে পড়েছে। উল্লেখ্য, গতকাল দেশের শীর্ষ আদালতে আর জি কর মামলার শুনানি ছিল। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ স্থির করতে জেনারেল বডি-র বৈঠক ডাকা হয়। রাতভর চলে তাদের পরিস্থিতি পর্যালোচনা।

জিবি বৈঠকের পরের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবারও স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ ও আন্দোলন চলবে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর তরফে জানানো হয়েছে, যতদিন না তাদের সব দাবি রাজ্য সরকারের তরফেও পূরণ করা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে।

জুনিয়র ডাক্তাররা স্পষ্টভাবে জানিয়েছেন – আলোচনার পথ খোলা রয়েছে। দ্রুত সমাধান চান তাঁরা। আরও বলেন, সুপ্রিম কোর্টের শুনানি থেকেই বোঝা গিয়েছে তাদের দাবি কতটা ন্যায়সঙ্গত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =