এটিএম ভেঙে টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে অন্ডালের কাজোড়া মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার এটিএম-এ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টির কারণে বিদ্যুতের তারে গাছ পড়ে যাওয়ায় এলাকা ছিল বিদ্যুৎহীন। সেই সুযোগে কাজোরা মোড়ে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই-এর এটিএম মেশিন ভেঙে টাকা লুট করে পালায় একদল দুষ্কৃতী। দুষ্কৃতীরা এটিএম-এ ঢুকে প্রথমেই সিসিটিভি ক্যামেরায় কালো স্প্রে করে। তারপর গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে টাকা বের করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বুধবার সকালে গ্রাহকেরা প্রয়োজনে এটিএমে এলে দেখে এটিএমের শাটার বন্ধ। শাটার খোলার পর দেখা যায় এটিএম মেশিন ভাঙ্গা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন এসবিআই ব্যাংকের আধিকারিকেরা ও অন্ডাল থানার পুলিশ। ব্যাংক আধিকারিক চন্দন কুমার জানান, মঙ্গলবার ন’টা নাগাদ শেষবার এটিএমে ট্রানজেকশন হয়েছে। সম্ভবত তারপরই দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটায়। লুট হওয়া টাকার হিসেব করা হচ্ছে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেলে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। অন্ধকার থাকার ফলে দুষ্কৃতীদের কর্মকাণ্ড টের পায়নি স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার পুলিশ।