আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। শুরু হয়ে গিয়েছে ভোটপ্রচার। সেই মিছিলেই এবার গুলি চলার অভিযোগ উঠল।বুধবার নির্বাচনী প্রচারে গিয়ে খুন হলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক নেতা।
জানা গিয়েছে, নিহত নেতার নাম রেহান জাইব খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের অন্যতম সদস্য ছিলেন তিনি। এই মুহূর্তে গরাদের পিছনে রয়েছেন ইমরান। এইবারের নির্বাচনে তাঁর দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে পাক আদালত। তাই নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন রেহান। এদিন খাইবার পাখতুনখোয়ার সিদ্দিকাবাদ ফটক বাজার এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই মিছিলেই অজ্ঞাত পরিচয়ের আততায়ীরা তাঁকে গুলিতে ঝাঁঝরা করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন পুলিশ আধিকারিকরা। দুষ্কৃতীদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় রেহানের। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন তাঁর তিন সমর্থক।