মস্কোর কনসার্ট হলে হামলার দায় স্বীকার করল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট। সংগঠনটির দাবি, মস্কোর কনসার্ট হলে হামলা চালিয়েছে তাদেরই ফিদায়েঁ মুজাহিদরা। এই ঘোষণার পরই রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে ক্রেমলিন। শুরুর দিকে হামলার নেপথ্যে চেচেন জঙ্গিদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে আইএসের দাবি গোটা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে।
বিশ্বজুড়ে খিলাফত (ইসলামিক শাসন) স্থাপনের লড়াই চালাচ্ছে ইসলামিক স্টেট। আমেরিকা থেকে আফ্রিকা জেহাদের আগুন জ্বালিয়ে দিতে তৎপর তারা।
শুধু তাই নয়, আমেরিকা, ব্রিটেন ও অন্যান্য পশ্চিমি দেশ থেকে সদস্য জোগাড় করেছে আইএস। রাশিয়ার মুসলমান প্রধান চেচনিয়া প্রদেশ বা চেচেন প্রজাতন্ত্রে শিকড় জমাতে চাইছে ইসলামিক স্টেট। চেচেন জঙ্গিদের হাত করে খিলাফতের চেষ্টা চালাচ্ছে তারা। তাই মস্কোর কনসার্ট হলে হামলা একপ্রকার শক্তিপ্রদর্শন।
রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনকে মুসলিম বিদ্বেষী হিসেবে দেখে আইএস। চেচনিয়া যুদ্ধে পুতিনের নির্দেশে মুসলিমদের গণহত্যা করা হয়েছে বলে দাবি সংগঠনটির। তাই ফের পুতিন মসনদে বসতেই হামলা চালিয়ে শক্তিপ্রদর্শন করল আইএস।