কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ৷ প্রয়োজনে স্থানীয় থানাকে সহযোগিতা করতে হবে ৷ আদালত জানায়, ক্যাম্পাসের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখার মূল দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই। তবে পরিস্থিতির প্রয়োজন হলে স্থানীয় থানার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কোনও রকম অবহেলা বরদাস্ত করা হবে না বলেও ইঙ্গিত দিয়েছে ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যু পর আদালতে গিয়েছিল মামলা। এরপর ২০২৫-এর সেপ্টেম্বরে ফের ক্যাম্পাসে আরও এক ছাত্রীর রহস্যময় মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার হয়েছিল দেহ। কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যেন সেখানে সিসিটিভি লাগানো হয় সেখানে। তার জন্য বরাদ্দ করতে বলা হয়েছিল অর্থ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এর আগে রাজ্যের উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগাতে অর্থ বরাদ্দ করেছিল৷ সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে বলে আদালতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সেই কাজ দ্রুত সম্পন্ন হয়ে যাবে৷
এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনীজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে ৷ আদালত এই বিষয়ে পুলিশকে নিরাপত্তা দিতে নির্দেশ দিক৷ অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, চার সপ্তাহের মধ্যে সিসিটিভি লাগানোর কাজ শেষ করবে ওয়েবেল।

