বেলঘড়িয়ায় আবাসন থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার

মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা চলছিল। আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল সেই তরুণীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়ায় যতীনদাস নগরে। মৃতার নাম মৌমিতা ঘোষ ( ২৪)। কীভাবে মৌমিতার মৃত্যু হল, এটা আত্মহত্যা কি না, খতিয়ে দেখছে পুলিশ।
অংশুমান বসাক নামে এক আবাসিক জানান, প্রায় দু’বছর ধরে ওই তরুণী ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তাঁর সঙ্গে ওই ফ্ল্যাটে এক যুবকও থাকতেন। মৃতার দাবি ছিল, ফ্ল্যাটে থাকা যুবক তাঁর ভাই। কিন্তু পরবর্তীতে তারা জানতে পারেন ওই যুবক মৃতার প্রেমিক। গত রবিবার বন্ধুদের সঙ্গে দু’জনে পিকনিকেও গিয়েছিল। রাতে দু’জনের মধ্যে কোনও ঝামেলা হয়েছিল কিনা, কিংবা পিকনিকে গিয়ে কোনও গণ্ডগোল হয়েছিল, তা তারা জানেন না। বেলঘড়িয়া থানার পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, আকাশ অ্যা™ার্টমেন্টে নিমাই সরকার নামে এক ব্যক্তির ফ্ল্যাট ভাড়া নিয়ে ওই যুবতী থাকছিলেন। তাঁর বাড়ি শিলিগুড়ির হাঁকি পাড়া রাজা রামমোহন রায় রোড এলাকায়। মৃত যুবতী কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট কলেজের এমবিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। মনোরোগ বিশেষজ্ঞের কাছে তরুণীর চিকিৎসাও চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eighteen =