প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময় কৃষ্ণনগরে স্টেশনে ঘুরে গেলেন রাজ্যপাল সিভি আন¨ বোস। সেখানে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলে যান রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস। সেখানে তিনি মৃৎশিল্পীদের তৈরী করা বিক্রির জন্য রাখা জিনিসপত্র দেখে মুগ্ধ হয়ে যান।
কৃষ্ণনগর স্টেশনে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতাধীন ওএসওপি স্টল ‘লোকনাথ টেরাকোটা’ -এর দোকানদারের সঙ্গে তিনি কথা বলেন। জিজ্ঞেস করেন যে তাঁরা এত সুলভ মূল্যে কীভাবে এইসব সামগ্রী বিক্রয় করেন? এই সামগ্রী কী দিয়ে তৈরি এবং কারা করেন সে বিষয়েও খোঁজ নেন। কৃষ্ণনগরের মৃৎশিল্পের ভূয়সী প্রশংসা করেন। রাজ্যপাল কিছু মৃৎ সামগ্রী কিনে নেন। তিনি এখানকার মৃৎশিল্পীদের তৈরী করা সামগ্রীর জনপ্রিয়তা বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।
পূর্ব রেলের মুখ্য গণসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র জানান ‘আচমকাই মাননীয় রাজ্যপাল কৃষ্ণনগর স্টেশনে এসে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলের ব্যাপারে খোঁজ নেন এবং নিজেই স্টলে এসে বিক্রেতার সঙ্গে কথাবার্তা বলে অত্যন্ত খুশি হন।’