নয়াদিল্লি : ‘‘আমাদের লড়াই পাক সেনার বিরুদ্ধে নয়। লড়াই জঙ্গিদের বিরুদ্ধে।” এমনটাই বললেন এয়ার মার্শাল এ কে ভারতী। সোমবার দুপুরে অপারেশন সিঁদুর সম্পর্কে তিন বাহিনীর ডিজিএমও-দের সাংবাদিক বৈঠকে এয়ার মার্শাল এ কে ভারতী বলেছেন, “৭ মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় হামলা চালানো হয়েছিল।
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা রুখেছে ভারতীয় সেনা। আমাদের কোনও সেনাঘাঁটিই ক্ষতিগ্রস্ত হয়নি। কোনও না কোনও স্তরে হামলা প্রতিহত করা যায় যাতে, সেই ভাবেই গোটা ব্যবস্থা তৈরি করা হয়েছে।’’
ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়, সমুদ্রের বিভিন্ন স্তরে সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে নৌসেনা। ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, ‘‘গত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপের চরিত্র বদলেছে। এখন সাধারণ মানুষকে নিশানা করে জঙ্গিরা। পাক হামলা প্রতিহত করতে বিএসএফের ভূমিকা প্রশংসনীয়।’’