“বাংলার এই মহান পরম্পরাকে সমগ্র বিশ্ব স্বীকারও করেছে”, বার্তা অমিত শাহর

কলকাতা : “আমাদের এই নবরাত্রিতে পূজা মহোৎসব শুধু পশ্চিমবঙ্গ বা ভারতেই নয় সমগ্র বিশ্বে প্রসিদ্ধ। বাংলার এই মহান পরম্পরাকে সমগ্র বিশ্ব স্বীকারও করেছে, দেখেওছে।” শুক্রবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, সকলের প্রথমে আমি সমগ্র পশ্চিমবঙ্গের জনতা এবং দেশের জনগণকে দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

পশ্চিমবঙ্গে সমস্ত নাগরিক নয়দিন শক্তি আরাধনায় নিজেদের সমর্পিত করেন। এই কয়েকদিন বাংলার জন্য মাহাত্মপূর্ণ।

দুর্গাপুজোর আগে এখানে ভারী বর্ষণ হয়েছে। তার জেরে ১০ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। আমি তাঁদের সকলের পরিবারকে সমবেদনা জানাই। আমি তাঁদেরও শ্রদ্ধাঞ্জলি দিই। এই পূজা আমাদের শুভের দিকে নিয়ে যাক, বাংলার বিকাশের মাধ্যমে বিকশিত ভারতের স্বপ্ন যা দেখেছেন আমাদের নেতা নরেন্দ্র মোদী, তা যেন পূরণ করতে পারি। বাংলার মানুষকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। নমস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + one =