নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহা নির্দেশক রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে হোমগার্ড বাহিনীর ডিজি বিবেক সহায়কে। এদিন দুপুরে রাজীব কুমারকে অপসারণের নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। তাঁকে নির্বাচন সংক্রান্ত কোনো পদে রাখা যাবে না বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।
নতুন ডিজি না নিযুক্ত হওয়া পর্যন্ত রাজ্যের কোনও একজন সিনিয়র পুলিশকর্তাকে আপাতত ওই পদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে রাজ্য পুলিশের পরবর্তী মহা নির্দেশক নিযুক্ত করার জন্য বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকারের কাছে তিনটি নাম চায় নির্বাচন কমিশন। এর পর রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী নবান্নে বৈঠকে বসেন। তার পরেই রাজ্য সরকারের তরফে তিনজন শীর্ষ পুলিশ কর্তার নাম কমিশনের কাছে পাঠানো হয়। বিবেক সহায়ের পাশাপাশি দমকল বিভাগের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমারের নামও পরবর্তী ডিজি হিসাবে প্রস্তাব করা হয়। তার মধ্যে বিবেক সহায়ের নামই পুলিশের পরবর্তী মহানির্দেশক হিসাবে বেছে নিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব পদে রাখা হয়েছে। ওই পদের অতিরিক্ত হিসাবে তিনি রাজ্য পুলিশের কার্যনির্বাহী মহানির্দেশকের পদ সামলাচ্ছিলেন।