নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: জঙ্গলে ২৩টি হাতি থাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিজের গাড়ি করে পৌঁছে দিলেন বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের ডিএফও। জঙ্গল লাগোয়া গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীর যাতে করে কোনও রকম অসুবিধা না হয় তার জন্য তৎপর বনদপ্তর। ইতিমধ্যেই বিষ্ণুপুর জঙ্গলে রয়েছে ২৩টি হাতির একটি দল, যে কারণেই পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সকাল থেকেই ময়দানে নেমেছেন বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের ডিএফও এবং বিষ্ণুপুর রেঞ্জ অফিসার। তাঁরা নিজেদের গাড়ি করে মাধ্যমিক কেন্দ্রে পৌঁছে দিলেন পরীক্ষার্থীদের। এতে খুশি পরীক্ষার্থীর অভিভাবকরা।