দাবদাহের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে সোমবার থেকে শনিবার স্কুল বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

দাবদাহের হাত থেকে বাঁচাতে পড়ুয়াদের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে ২ মে থেকে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ায় সেই ছুটি আরও এগিয়ে আনার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ এপ্রিল ২০২৩ অর্থাৎ সোমবার থেকে শনিবার অর্থাৎ ২২ এপ্রিল ২০২৩ পর্যন্ত রাজ্যের সকল সরকারি বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার নোটিফিকেশন দিচ্ছে দ্রুত।
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দাবদাহ বাংলা জুড়ে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে চড়ছে পারদ। পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে রাজ্যের একাধিক জায়গায়। এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই তীব্র গরম ও অস্বস্তিকর অবস্থার মধ্যেই স্কুলে ছুটতে হচ্ছে পড়ুয়াদের। সেই কারণে এমন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।
এদিনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান, ‘আমরা পনেরো দিন আগেই ছুটি এগিয়ে এনেছি। গ্রীষ্মের প্রখর দাবদহে মানুষ অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের সব থেকে বেশি দেখা উচিত যাতে হিট স্ট্রোকে মানুষ মারা না যায়।’ এরই রেশ ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, ‘আমি বাচ্চাদের সঙ্গে মিশি। একটি বাচ্চা আমায় জানিয়েছে আমরা আর পারছি না। মাথা যন্ত্রণা করছে। আর মাথা যন্ত্রণা মানে হিট স্ট্রোকের প্রবণতা রয়েছে। সেই কারণেই জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্রুত সিদ্ধান্ত নিচ্ছি সোমবার থেকেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যলয়ে ছুটি থাকবে। অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়কে বলছি ছুটি ঘোষণা করতে।’পাশাপাশি মুখমন্ত্রী এও জানান, ‘বাচ্চারা আর পারছে না। যে বাইরে বেরচ্ছে তার মাথা ঘুরে যাচ্ছে। বড়রাই পারছে না তো বাচ্চারা কীভাবে পারবে? তাই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্কুল থেকে বিশ্ব বিদ্যালয় কেউ এই সময়টা স্কুলে যাবে না। এর জন্য সিলেবাসে অসুবিধা হলে অতিরিক্ত ক্লাস পরে করে নেবেন। তাই আমি এই সিদ্ধান্ত নিলাম সরকারের পক্ষ থেকে।’ তবে শুধু সরকারি নয়, বেসরকারি স্কুলগুলোও বন্ধ রাখার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। বেসরকারি স্কুলগুলির উদ্দেশে তিনি বলেন, ‘বেসকারি স্কুলগুলো যেন এই সিদ্ধান্ত দয়া করে মানে। আমি অনেক সময় দেখি সরকারি স্কুল মানলেও বেসরকারি স্কুল মানে না। বেসরকারি স্কুলে বাচ্চারাও বাচ্চা।’
পাশাপাশি সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রীর পরামর্শ,‘আমি বেলা ১২টা থেকে ৪টে পর্যন্ত সাধারণ মানুষকে বলব যতটা সম্ভব রোদটা যেন এড়িয়ে চলেন। বেশি করে জল খাওয়ার জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =