চাকরিহারাদের ফের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুর : প্রয়োজনে রাজ্য আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের ফের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন।

কর্মস্থলে ফেরার আর্জি জানিয়ে তিনি বলেন, “গ্রুপ সি আর ডি যেটা বাতিল হয়েছে, আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দরকার হলে আবার রিভিউ করব। এটুকু বিশ্বাস আমাদের করতে পারেন। যারা চাকরি ফিরিয়ে দিয়েছে, তাদের উপর ভরসা রাখুন। যারা চাকরি কেড়ে নিচ্ছে, তাদের উপর ভরসা রাখবেন না।”

যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশে বলেন, “কেন গরমে বসে আছেন? আপনারা স্কুলে যান। নিশ্চিন্তে ক্লাস করুন। বেতন নিয়ে ভাবতে হবে না। যারা আপনাদের উস্কানি দিচ্ছে, তারা টাকা দেবে না। সরকার আপনাদের বেতন দেবে।”

তিনি বলেন, “সুপ্রিম কোর্টে আপনাদের চাকরি গিয়েছিল। টাকা বন্ধ হয়েছিল। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। আপনারা মাইনে পাবেন। এই সূত্রের বিরোধীদের নিশানা করেন মমতা। তিনি বলেন, “বাংলায় কয়েকটা লোক বসে আছে, চাকরি খাওয়ার জন্য। জনগণের কাজ করে না। কেবল কোর্টে গিয়ে পিল (পিআইএল বা জনস্বার্থ মামলা) করে। এর জন্য কোর্ট দায়ী নয়। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eight =